Sunday, August 14, 2016

স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন প্রথম শ্রেনির কয়েকজন ছাত্র/ ছাত্রী, নামের তালিকা

স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন প্রথম শ্রেনির কয়েকজন ছাত্র/ ছাত্রী, নামের তালিকা -আশিক, সনিয়া, হাসান, রিয়াজ, মাহ মুদুল, আয়েসা, ফারজানা, জান্নাত, সুমাইয়া, হালান, সুজন,
 






কুরবানীর ঈদে অসহায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।


 

আমাদের উচিত কুরবানীর জন্য অসহায়, দরিদ্র ,এতিম ও অস্বচ্ছল মুসলমানদের আর্থিকভাবে সহযোগিতা করা
কুরবানীর ঈদে অসহায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।
ঈদুল আযহা বা কুরবানীর ঈদ প্রায় সোয়া ৩০০ কোটি মুসলমানদের জন্য একটি অন্যতম ঈদ বা খুশির দিন। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “আপনার রব তায়ালা উনার সন্তুষ্টির জন্য নামায পড়ুন ও কুরবানী করুন।” ঈদুল আযহার রাতটি যেরূপ মর্যাদাপূর্ণ একইভাবে দিনটিও অত্যন্ত ফযীলতপূর্ণ। হাদীছ শরীফ-এ আছে, যে পাঁচ রাতে বিশেষভাবে দোয়া কবুল হয়ে থাকে তারমধ্যে ঈদুল আযহার রাতটি অন্যতম। আমাদের দেশে অনেক মুসলমান আর্থিকভাবে অস্বচ্ছল থাকার কারণে দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারে না। ৯৭ ভাগ মুসলমান অধ্যুষিত দেশ বাংলাদেশ আমাদের উচিত মুসলমানদের জন্য শরীয়তসম্মত তর্জ-তরীক্বা মুতাবিক ঈদ ও কুরবানী পালন করার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি কুরবানীর জন্য আর্থিকভাবে অস্বচ্ছল মুসলমানদের সহযোগিতা করা। সেই সাথে মুসলমানগণ যাতে প্রয়োজনে উনাদের স্বজনদের সাথে নিয়ে ঈদ উদযাপন করতে পারে।
এগিয়ে আসুন অসহায় মানুষগুলোর সেবায়। ঈদটা আপনার আমার একার না, এই ঈদ সবার। এই ঈদের হাসি ফুটুক তাদের মুখেও।

পবিত্র কুরবানীর ঈদ উপলক্ষে প্রতি বছরের মত এবারও অসহায়, দরিদ্র ও মাংস বিতরনের উদ্যোগ গ্রহণ করেছে স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা। আপনাদের ফান্ড হতে যে যা পারেন সহায়তা প্রদানের মাধ্যমে এই উদ্যেগে শরীক হওয়ার জন্য অনুরোধ করছি।
আপনার সদাকা, সিএসআর প্রভৃতি ফান্ড থেকে অসহায় মানুষের কুরবানীর জন্য দান করুন।  যেভাবে অর্থ সাহায্য পাঠাবেনঃ বিকাশ নাম্বার (পার্সোনাল): ০১৯১৫১৬৬১৯০ যে কোনো অংকের আর্থিক সাহায্য পাঠানোর পূর্বে অবশ্যই ফোন করে নিশ্চিত হবেন। যাবতীয় তথ্যের জন্য যোগাযোগঃ Mobile +88001915166190 (bkash)& +8801553606061। Account Number Southeast Bank Limited,Shyamoli Branch, A/C-No-003511100003128 , Address: 27/1(First Floor), Road-3, Shyamoli, Dhaka, Bangladesh, http://smmusbd.com/, http://smmusbiddaniketon.simplesite.com/
মো আকবর হোসেন।
চেয়ারম্যান:স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।