Saturday, November 26, 2022

সুবিধাবঞ্চিত শিশুদের স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন।

'স্বদেশ মৃত্তিকা'-এর তিনটি স্কুলে সব মিলিয়ে ১৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিটি স্কুলেই শিক্ষক নিয়োগ দেয়া আছে। মাসিক কিছু অর্থের বিনিময়ে শিশুদের অভিভাবক হওয়া। মূলত এভাবেই সবার সাহায্যে চলছে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনগুলো! 'স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন' প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক, সাংস্কৃৃতিক ও নৈতিক শিক্ষার ওপরও জোর দিয়ে আসছে। ঢাকার আগারগাঁও এবং কামরাংগীরচর ও নরসিংদী কাজ করে যাচ্ছে। মূল লক্ষ্য, সমাজের অবহেলিত, সুযোগ বঞ্চিত শিশুরা যেন গুণগত শিক্ষা পায় তা নিশ্চিত করা। দেশের বিভিন্ন প্রান্তে কার্যক্রমকে সম্প্রসারিত করতে পৃষ্ঠপোষক দরকার। বিভিন্ন ব্যাংক, এনজিও, সামাজিক সংস্থা থেকে আর্থিক সহযোগিতা প্রদান করলে সুবিধাবঞ্চিত হাজার হাজার শিশু 'স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন'-এর মাধ্যমে জ্ঞানের আলো দেখতে পারবে। স্বদেশ মৃত্তিকার উদ্যোগ সফল হবে।