Tuesday, January 12, 2016

Swadesh Mrittika Biddaniketon



       পথশিশু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিদ্যালয়
নতুন বছর, নতুন ক্লাস শিশু-কিশোররা খালি হাতে স্কুলে গেছে আর ঘরে ফিরেছে সোঁদা গন্ধে মাতোয়ারা নতুন ঝকঝকে তকতকে বই নিয়ে শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেয়া হয়েছে নতুন ক্লাসের নতুন বই নতুন বছরে নতুন শ্রেণীতে উত্তীর্ণের উচ্ছ্বাস আর নতুন বই প্রাপ্তির আনন্দ দুয়ে মিলে খুশির বন্যা বয়ে গেছে দেশের প্রতিটি স্কুল প্রাঙ্গণেনতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশজুড়ে
এই আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে চাই, এই জন্য সবার সহযোগীতা একান্ত দরকার, তা হলে এই হাসি ধরে রাখা সম্ভব স্বদেশ মৃত্তিকা বিদ্যানিকেতন ভিজিট করার অনুরোধ রইলো













0 coment rios:

Post a Comment